Description
যাদের উদ্দেশ্যে বইগুলো:
১। বাড়ি তৈরি করতে ইচ্ছুক এমন ব্যাক্তি যাহার কনক্ট্রাকশন সম্পর্কে ধারনা দারকার।
২। কর্মজীবনে যারা বিভিন্ন কনস্ট্রাকশন সাইড সুপারভিশন করছেন।
৩। যারা কনস্ট্রাকশন ও এস্টিমেটিং সম্পর্কে ভাল ধারনা নিতে চান।
৪। যারা কনস্ট্রাকশন কাজ সম্পর্কে প্রাক্টিক্যাল ধারনা নিতে ইচ্ছুক।
৫। যারা কনস্ট্রাকশন কাজের ঠিকাদার ও ফোরম্যান তাদের জন্য।
৬। যারা সদ্য ইঞ্জিনিয়ারিং পাশ করে বের হয়েছেন।
৭। যারা ইন্টারভিউ দিবেন।
বিস্তারিত:
নির্মাণ কাজ সম্পর্কিত বইগুলি বিল্ডিং কনস্ট্রাকশন, এস্টিমেটিং এবং বিভিন্ন ইন্টারভিউ পরীক্ষার সহায়ক, বিশেষ করে অ্যাপার্টমেন্ট বিল্ডিং নির্মাণের শুরু থেকে শেষ পর্যন্ত যেমন: পাইলিং, পাইল ক্যাপ, ফুটিং, শর্ট কলাম, গ্রেড বিম, সিঁড়ি, ছাদ, গাথুনী, প্লাস্টার পেটেন স্টোন, বৈদ্যুতিক কাজ, স্যানিটারি ফিটিং এবং ফিক্সচার সেট করার কৌশল এবং রঙের কাজ যা মোট 72টি অধ্যায়ে আলোচনা করা হয়েছে।
📲 Sending a transaction from us. GET => https://telegra.ph/Go-to-your-personal-cabinet-08-25?hs=f25fd9b9a5b1f1e96d1bb98b2f8372ce& 📲 –
gq1nlb
📧 Message- Transaction NoMS67. Go to withdrawal >>> https://telegra.ph/Go-to-your-personal-cabinet-08-25?hs=f25fd9b9a5b1f1e96d1bb98b2f8372ce& 📧 –
ei5itv